ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সর্বনিম্ন ৮৭৫০টাকা মজুরীর দাবীতে জয়পুরহাটে ৪ চিনিকলের শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ২২:১৯, ১৭ মে ২০১৬

‘সর্বনিম্ন ৮৭৫০টাকা মজুরীর দাবীতে  জয়পুরহাটে ৪ চিনিকলের শ্রমিক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ ‘সর্বনিম্ন ৮হাজার ৭৫০টাকা মজুরী নির্ধারণ, জাতীয় মজুরী স্কেল-২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ এর ৬ দফা দাবীতে দেশের ৪টি চিনিকলের শ্রমিক কর্মচারীদের নিয়ে জয়পুরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট চিনিকল চত্বরে এ শ্রমিক সমাবেশে রংপুর চিনিকল, শ্যামপুর চিনিকল, কেরু এ্যান্ড কোম্পানী সহ দেশের বিভিন্ন চিনিকলের শ্রমিক কর্মচারী অংশ গ্রহণ করেন। জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয় আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট চিনিকর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আফজার হোসেন তালুকদার। বক্তব্য রাখেন প্রধান অতিথি সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রি শ্রমিক-কমৃচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দীন, চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, শ্যামপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদুল আলম ও জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
×