ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরাসরি অলিম্পিকে খেলার হাতছানি সিদ্দিকুরের

প্রকাশিত: ০৬:৩১, ১৮ মে ২০১৬

সরাসরি অলিম্পিকে খেলার হাতছানি সিদ্দিকুরের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশে^র সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। এই আসরে বাংলাদেশ আজ পর্যন্ত কোন পদক জেতেনি। শুধু তাই নয়, এই আসরে বাংলাদেশের কোন এ্যাথলেট সরাসরি অংশ নিতে পারেননি। তাদের বরাবরই অংশ নিতে হয়েছে ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে, যাকে অনেকেই ‘দয়া-দাক্ষিণ্যের কার্ড’ হিসেবে অভিহিত করেন। তবে বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের বেশ উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে ওয়াইল্ড কার্ড ছাড়াই সরাসরি অলিম্পিক গেমসে অংশ নেয়ার। সম্প্রতি মরিশাস ওপেনে শিরোপা জিততে পারেননি তিনি। তবে রানারআপ হয়েও অলিম্পিকে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছেন দেশসেরা এই গলফার। কেননা র‌্যাঙ্কিংয়ে বিশাল উন্নতি করেছেন তিনি। গত ৮ মে’র বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সিদ্দিকুরের অবস্থান ছিল ৪০৬ নম্বরে। সম্প্রতি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মরিশাস ওপেনে দ্বিতীয় হওয়ায় এক লাফে ২৭৪তম স্থানে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এই গলফার। এছাড়া অলিম্পিকে খেলার র‌্যাঙ্কিংয়েও ৬০ জনের মাঝে জায়গা করে নিয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী এখান থেকে আগামী ১১ জুলাইয়ের সর্বশেষ র‌্যাঙ্কিং থেকে ৬০ গলফার অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাবেন।
×