ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিবিয়াকে সহায়তার আশ্বাস

প্রকাশিত: ০৬:৪৪, ১৮ মে ২০১৬

লিবিয়াকে সহায়তার আশ্বাস

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রসমূহ জানিয়েছে তারা লিবিয়ার বৈধ সরকারকে আইএসের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করবে। সেই সঙ্গে লিবিয়ার কোস্টগার্ড ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকেও যথপোযুক্ত ট্রেনিং প্রদান করার আশ্বাস দিয়েছে। গত সোমবার ভিয়েনায় লিবিয়ার বৈধ শাসক ফায়েজ আল সিরাজের সঙ্গে এক বৈঠকে এই সহায়তার আশ্বাস দেয় ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহ। সেই সঙ্গে ভিয়েনায় অংশ নেয়া রাষ্ট্রসমূহ মিসর ও সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ জানায় তারা যেন খলিফা হাফতারের বাহিনীকে সবরকম সাহায্য দেয়া থেকে বিরত থাকে। জাতিসংঘ সম্প্রতি ত্রিপোলির বৈধ সরকার হিসেবে ফায়েজ আল সিরাজের সরকারকে বৈধতা দিয়েছে এবং লিবিয়ার সকল পক্ষকে এই সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। সূত্র : গার্ডিয়ান
×