ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালিতে ঘূর্ণিঝড়ে পুলিশ কনস্টেবল মোতাহারের মৃত্যু

প্রকাশিত: ০৭:৪০, ১৮ মে ২০১৬

মালিতে ঘূর্ণিঝড়ে পুলিশ কনস্টেবল মোতাহারের মৃত্যু

বাংলানিউজ ॥ মালিতে ঘূর্ণিঝড়ে পুলিশ কনস্টেবল মোতাহার হোসেন (৩৪) মারা গেছেন। তিনি আফ্রিকার মালিতে জাতিসংঘর শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়। নিহত মোতাহার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরপাঠালিয়া গ্রামের জামিল হোসেন সরকারের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩ মে শান্তি মিশনে আফ্রিকার দেশ মালিতে যান। সোমবার দক্ষিণ আফ্রিকার মালিতে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে পড়লে তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মোবাইল ফোনে কনস্টেবলের পরিবারের লোকজন মৃত্যুর খবর জানতে পারেন।
×