ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০

প্রকাশিত: ১৮:৩২, ১৮ মে ২০১৬

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০

অনলাইন ডেস্ক॥ ইরাকের রাজধানী বাগদাদে পৃথক কয়েকটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির শিয়া অধ্যূষিত এলাকা আল-শাহাব, সাদর ও বাগদাদের দক্ষিণে এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। প্রথম আত্মঘাতী হামলাটি হয় ইরাকের দক্ষিণাঞ্চলের শিয়া অধ্যুষিত আল শাহাব জেলায়। এতে ৩৮ জন নিহত এবং ৭০ জন আহত হয়। এরপর সাদর শহরের কাছাকাছি অপর একটি গাড়ি বোমা হামলায় প্রাণহানি ঘটে ১৯ জনের। এছাড়া বাগদাদের দক্ষিণে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৬ জন নিহত এবং ২১ জন আহত হয়। এছাড়া বিচ্ছিন্ন হামলায় আরও ৭ জন নিহত হয়। বাগদাদে এসব আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এক বিবৃতিতে বাগদাদ হামলার কমান্ড ও মুখপাত্র এ কথা জানান। এদিকে, বাগদাদের অপারেশনস কমান্ডারের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমা বহনকারী ছিলেন একজন নারী।
×