ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে পোষ্ট হারভেস্ট ম্যানেজমেন্ট ও মূল্য সংযোজন বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২২:৫৮, ১৮ মে ২০১৬

ঝালকাঠিতে পোষ্ট হারভেস্ট ম্যানেজমেন্ট ও মূল্য সংযোজন বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ খামার বাড়ীর প্রশিক্ষন কেন্দ্রে দ্বিতীয় শষ্য বহুমুখি করণ প্রকল্পের আওতায়া উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে এইচ ভি সি উৎপাদন এবং পোষ্ট হারভেস্ট ম্যানেজমেন্ট ও মূল্য সংযোজন বিষয়ক ২ ব্যাচে একদিন করে প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় দিন ব্যাপি এই কর্মশালায় কৃষকদের ধানের ন্যায্য মূল প্রাপ্তি বিষয় আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যে সকল কৃষকদের বিক্রি করার মত উবৃত্ত ধান রয়েছে সেই সকল ধান খাদ্য গুদামে বিক্রি করে সরকারের নির্ধারিত মূল্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত উপ-পরিচালক মো: আজগর আলী এবং বরিশাল রহমতপুরের হর্টিকালচার অফিসার কৃষিবিদ নুর আলম সিদ্দিকি প্রশিক্ষন পরিচালনা করেন।
×