ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে গরীব অসহায়দে ভ্যানগাড়ি, রিক্সা ও সেলাই মেশিন বিতরন

প্রকাশিত: ০০:১০, ১৮ মে ২০১৬

বাগেরহাটে গরীব অসহায়দে ভ্যানগাড়ি, রিক্সা ও সেলাই মেশিন বিতরন

স্টাফ রিপোর্টাার, বাগেরহাট॥ বাগেরহাটে অসহায় ও দরিদ্র ২২৬ জন নারী পুরুষের মাঝে ভ্যানগাড়ি, রিক্সা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বুধবার জেলা পরিষদের নিজস্ব তহবিলের মাধ্যমে দারিদ্র নিরসন ও উন্নয়নমুলক প্রকল্পের আওতায় এই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডা. মোজাম্মেল হোসেন এমপি। জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসক মো. কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই- আলম বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু প্রমুখ। আয়োজকরা জানান, বাগেরহাট জেলার দরিদ্র নারী পুরুষের মাঝে ৭৫ টি সেলাই মেশিন, ৯০ টি ভ্যান, ৪৮ টি রিক্সা ও প্রতিবন্ধীদের ১৩ টি হুইল রিক্সা প্রদান করা হয়।
×