ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাচুর্য বনাম সমঝোতা

প্রকাশিত: ০৩:৩৬, ১৯ মে ২০১৬

প্রাচুর্য বনাম সমঝোতা

মোহাম্মদ হুমায়ুন কবির প্রেম করে বিয়ে বা সেটেল বিয়ে- যাই হোক, যখন একটা সংসারে গড়ে ওঠে সেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের বন্ধনই সুখের চাবিকাঠি। আজ এই কথা সত্য যে বাংলাদেশে অনেক সংসার ভাঙছে। সংসারে সুখ-শান্তি না থাকলে অর্থবিত্ত প্রাচুর্য সব কিছুই অর্থহীন। একজন নারী ও একজন পুরুষ যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তখন তো একটি সংসারের জন্ম হয়। সংসারে সন্তান আসে। ভালবাসার বন্ধন আরও মজবুত হয়। প্রশ্ন হচ্ছে সংসার কেন ভাঙছে। একটি সাজানো বাগানের মতো সংসারে যদি সন্দেহ, অবিশ্বাস ও লোভের হাতছানি ডাক দেয়, তখন সেই সাজানো বাগানের মতো সংসার তছনছ হয়ে যেতে পারে। দেখা গেছে বিভিন্ন কারণে সংসার ভাঙছে। আর্থিক অনটনে হতাশা দেখা দেয়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। অনেক সময় স্বামী হতাশায় মাদকে আসক্ত হয়। ভালবাসার বন্ধন ছিন্ন হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। সন্তানের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। প্রচুর অর্থ-বিত্ত প্রাচুর্য থাকা সত্ত্বেও সন্দেহ, অবিশ্বাস, পরকীয়া প্রেম অনেক সংসার ভেঙেছে। এমন চিত্র অনেক, স্ত্রীর সন্তান না হলে দেখেছি অনেক সংসার ভেঙে যেতে। স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। অনেক নারী তা মেনে নেয় আবার অনেক নারী তা মেনে নিতে পারে না। সামাজিক নৈতিক অবক্ষয়সহ আরও অনেক কারণ খুঁজে পাওয়া যায় সংসার ভাঙার পেছনে। মানুষ হিসেবে আমরা অবশ্যই কামনা করি প্রতিটি সংসার যেন সুখের হয়। কারোর সংসার যাতে না ভাঙে। এবার প্রশ্ন আসে সংসার কেমন করে টিকে থাকে? প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক রকম নয়। অর্থবিত্ত প্রাচুর্য থাকুক বা নাই থাকুক সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসার বন্ধন। পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা সেই বন্ধনকে মজবুত করে। বিয়ের আগে প্রেম বড় কথা নয়, বিয়ের পরে স্বামী-স্ত্রীর মধ্যে যদি সত্যিকারের প্রেম-ভালবাসা থাকে তাহলে সেই সংসারে যতই অভাব অনটন, যতই বিপদ-আপদ ষড়যন্ত্র থাকুক সেই সংসারে কোনদিন আগুন লাগবে না। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি সম্মান, ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা, সন্তানের প্রতি ভালবাসা- এগুলো সংসারকে সাজানো ফুলের বাগানের মতো সাজিয়ে তুলে। পিতামাতার ভালবাসার বন্ধনে সন্তান বড় হবে। এটাই তো চাই। প্রতিটি পরিবার সুখী থাকুক, প্রতিটি সংসারে ভালবাসার বন্ধন থাকুক- এটাই প্রত্যাশিত। দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম থেকে
×