ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিয়াজ প্রভার ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’

প্রকাশিত: ০৩:৪২, ১৯ মে ২০১৬

রিয়াজ প্রভার ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’

সংস্কৃতি ডেস্ক ॥ টিভিনাট্য দর্শকদের বিজ্ঞাপন বিরতির বিরক্তি থেকে মুক্তি দিতে বেশ কিছু দিন থেকে ‘স্বল্পবিরতির নাটক’ শীর্ষক নাটক প্রচার করছে আরটিভি। এরই ধারাবাহিকতায় আজ রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে স্বল্পবিরতির একক নাটক ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’। রাইসুল তমাল রচিত নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান সবুজ। এইজ মার্ক ফিল্ম প্রযোজিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সাদিয়া জাহান প্রভা, নাবিলা ইসলাম প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে সংক্ষেপ রুপম ও নাফার এক বছর হয়েছে বিয়ে হয়েছে। ভালই চলছে তাদের সংসার। সারাদিন কর্মব্যস্ততার শেষে বাড়ি এসে দেখা যায় রুপম ক্লান্ত। দুজনের বোঝাপড়াটা খুব ভাল বিধায় তাদের মধ্যে কোন সমস্যা হচ্ছিল না। অফিস থেকে ফেরার পর রুপমের অনেকটা সময় কেটে যায় বই পড়ে। রুপমের বই পড়া এক প্রকার নেশা বলা চলে। নাফা সংসার সামলে নিজের মতো করে থাকে। কোনদিন দেখা যায় রুপম বাহির থেকে খেয়ে আসে আর নাফা অপেক্ষা করে এক সময় না খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই চলছিল তাদের সংসার। স্বাভাবিক নিয়ম অনুসারে একদিন রুপম সমরেশ মজুমদারের কালবেলা পড়ছিল। বইটি তার কাছে চরম নেশা হিসেবে ধরা দেয়। গল্পের নায়িকা মাধবীলতার ভালবাসার প্রেমে পড়তে থাকে রুপম। বই পড়া চলাকালীন সময়ে বই পড়া নিয়ে রুপম ও নাফার মাঝে প্রচ- কথা কাটাকাটি হয়। বইটি শেষ হওয়ার পর থেকে রুপমের আচার-ব্যবহার সবকিছুতে অনেক পরিবর্তন চলে আসে। রুপম বইটির চরিত্র মাধবীলতার সঙ্গে নাফা তুলনা খুঁজতে থাকে। কিন্তু সে কোন কিছুতেই মাধবীলতার কোন তুলনা খুঁজে পায় না। যখন সে কোন কিছুতে তার তুলনা খুঁজে পাচ্ছে না তারপর থেকে তার মাঝে অস্বাভাবিক আচরণ দেখতে পাওয়া যায়। রুপম গল্পের চরিত্র মাধবীলতাকে বর্তমান মাধবীলতার সঙ্গে মিলন ঘটাতে চায়। রুপম আবিষ্কার করে গল্পের মাধবীলতাকে। বাড়তে থাকে রুপম ও নাফার দূরত্ব।
×