ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবার ফিরছে নকিয়া

প্রকাশিত: ০৬:১৭, ১৯ মে ২০১৬

আবার ফিরছে নকিয়া

মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া কিনে নিয়েছিল মাইক্রোসফট। কিন্তু এটি কিনে টেক জায়ান্ট মাইক্রোসফট কোন সুবিধা করতে পারেনি। ফিনল্যান্ডের বিশ্বখ্যাত মোবাইল ব্র্যান্ডটি কিনে নিয়ে নতুন করে উৎপাদন শুরু করতে যাচ্ছে সেদেশেরই নবগঠিত কোম্পানি এইচএমডি গ্লোবাল। নতুন এই কোম্পানি নকিয়ার এ্যানড্রয়েড স্মার্টফোন, ট্যাব, ফিচার ফোন নতুন করে বাজারে আনবে। এইচএমডির কাছ থেকে ব্র্যান্ড লাইসেন্স ও মেধাস্বত্ব ফি বাবদ অর্থ নেবে নোকিয়া। বুধবার নকিয়া ও এইচএমডির মধ্যে এ বিষয়ে ১০ বছরের একটি চুক্তি হয়েছে। ২০১৪ সালে মাইক্রোসফট ৩৫ কোটি ডলারে কিনেছিল নকিয়ার ব্র্যান্ডটি। তখন স্মার্টফোন নিয়ে এ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছিল মাইক্রোসফট। কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের জন্য মাইক্রোসফটের পক্ষে সে সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারেনি। এইচএমডি কোম্পানির সিইও নকিয়ার সাবেক কর্মকর্তা আর্তো নুমেলা। তিনি জানিয়েছেন, মাইক্রোসফটের কাছে যেসব শর্তে ব্র্যান্ডটি এক সময় বিক্রি হয়েছিল এইচএমডির সঙ্গে নকিয়ার সদ্য সম্পাদিত চুক্তিতে প্রায়ই একই রকম শর্তাবলী রাখা হয়েছে। আশা করা হচ্ছে জুনের শেষ নাগাদ নতুন নকিয়া ফোন বাজারে আসবে। - দ্য ভার্জ
×