ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নজরুলের কবিতা অবলম্বনে টেলিফিল্ম নজরুলজয়ন্তী উপলক্ষে একটি টেলিফিল্ম।

প্রকাশিত: ০৬:৫২, ১৯ মে ২০১৬

নজরুলের কবিতা অবলম্বনে টেলিফিল্ম নজরুলজয়ন্তী উপলক্ষে একটি টেলিফিল্ম।

নজরুলজয়ন্তী উপলক্ষে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন পরিচালক ইরানী বিশ্বাস। টেলিফিল্মটির নাম ‘রক্ত লেখা’। এ সম্পর্কে পরিচালক ইরানী বিশ্বাস বলেন, ‘টেলিফিল্মটি খুব সহজ নয়। নজরুলের লেখা ‘আমার কৈফিয়ত’ কবিতা অবলম্বনে একটি গল্প বের করতে হয়েছে। কবিতাটা নিশ্চয়ই কঠিন, তার পর সেখান থেকে গল্প বের করা আমার জন্য সত্যি কঠিন ছিল। খুবই অল্পসময়ে চিত্রনাট্য করা এবং পরিচালনা করা ছিল আরও কঠিন কাজ। তারপরও বলব, দর্শকের জন্য একটা বিশেষ চমক থাকবে এই টেলিফিল্মে। গতানুগতিক ধারার কোন কবিতা নয় এটি, চাইলেই গল্প বের করা যায় না। কঠিন হলেও একটি সুন্দর গল্প সাজানো এবং চিত্রনাট্য করা চেষ্টা করেছি। আমার সাধ্যমতো চেষ্টা করেছি দর্শকের গ্রহণযোগ্য করে তোলার জন্য।’ ইরানী আরও বলেন, ‘আমার জীবনে এটাই কোন প্রথম নাট্যরূপ দেয়া নাটক, তাও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কঠিন কবিতা থেকে নেয়া। নাটকটির কাহিনী সাজানো হয়েছে কবিকে কেন্দ্র করে। অনেকটা বলা যায়, কবির জীবনী নিয়ে সাজানো হয়েছে গল্পটি। তৎকালীন সমাজের অনেকেই কবিকে সাদরে গ্রহণ করেছেন, আবার অনেকে প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি উপজীব্য করে চিত্রনাট্য ও পরিচালনার চেষ্টা করেছি।’ টেলিফিল্মটিতে একটি বিশেষ আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অবাক রহমান, নীলাঞ্জনা নীলা, রিমু রোজা খন্দকার, ওয়াশিকুর, চঞ্চল সৈকত, এসএম মহসীন, লিজা খানম, ডালিম, বিউটি প্রমুখ।গত ৬ ও ৭ মে নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মের দৃশ্যধারণ করা হয়েছে। ২৫ মে নজরুল জন্মজয়ন্তীতে চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্মটি। আনন্দকণ্ঠ ডেস্ক
×