ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত পুনর্বহাল

প্রকাশিত: ২০:১৬, ১৯ মে ২০১৬

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত পুনর্বহাল

স্টাফ রিপোর্টার ॥ নারায়নগঞ্জের স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পায়নি সরকারী তদন্ত কমিটি। এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন তাঁকে স্বপদে পুনর্বহাল রাখা হয়েছে এবং স্কুল কমিটিও বালিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান। দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই মঙ্গলবার সেই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িত অন্যদের ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে ১৪ দলের পক্ষ থেকে বলা হয়, ওই কাজ করে সেলিম ওসমান সাংসদ পদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।
×