ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫৯ যাত্রীসহ কায়রোগামী বিমান নিখোঁজ

প্রকাশিত: ২০:৩৫, ১৯ মে ২০১৬

৫৯ যাত্রীসহ কায়রোগামী বিমান নিখোঁজ

অনলাইন ডেস্ক ॥ প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে মিশরের একটি বিমান নিখোঁজ হয়ে পড়েছে। বিমানটিতে এসময় ৫৯ জন যাত্রী ছাড়াও অন্তত দশ জন ক্রু ছিলেন। এমএস৮০৪ বিমানটি যখন পূর্ব ভূমধ্যসাগরের ৩৭হাজার ফুট ওপর দিয়ে যাচ্ছিলো। কর্মকর্তারা জানান কায়রো সময় ২টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমান কর্তৃপক্ষ বলছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় ওই উড়োজাহাজটি মিশরের আকাশসীমা থেকে ১৬ কিলোমিটার দুরে আকাশে উড়ছিলো। তারা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারীরা ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং আরও তথ্য পেলে পরে তারা তা সবাইকে অবহিত করবে। বিশ্বজুড়ে যাত্রিবাহী বিমানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করে এমন একটি ওয়েবসাইট জানিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন বিমানটি ছিল এয়ারবাস এ৩২০ বিমান। সূত্র : বিবিসি বাংলা
×