ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে এক ঘন্টায় ১১১ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ২০:৫৬, ১৯ মে ২০১৬

ডিএসইতে এক ঘন্টায় ১১১ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রয়েছে একই চিত্র। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১১১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এইসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টি কোম্পানির। আর দর কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১৮ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫০৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
×