ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভ্যাট আইন প্রয়োগে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:০০, ১৯ মে ২০১৬

ভ্যাট আইন প্রয়োগে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার॥ ভ্যাট আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে এবং এতে কেউ ক্ষতিগ্রস্ত হবেনা বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাতে সোনারগাঁও হোটেলে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৫ বছর পূতি উপলক্ষে আয়োজিত গ্রাহক সমাবেশে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বিদ্যমান কর্পোরেট ট্যাক্স অনেক বেশি মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, এই ট্যাক্স কমানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। ব্যাংকটির চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে সব রপ্তানি পণ্যের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ দেয়া দরকার। এছাড়া অর্থ ঋণ আদালতে ঝুলে থাকা খেলাপি ঋণের মামলা নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে ২৫ জন শীর্ষ গ্রাহককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ##
×