ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে থামানো যাচ্ছেনা টেন্ডার সন্ত্রাস

প্রকাশিত: ২১:১০, ১৯ মে ২০১৬

বরিশালে থামানো যাচ্ছেনা টেন্ডার সন্ত্রাস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশালে ছাত্রলীগের একের পর এক টেন্ডার সন্ত্রাসের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দরা। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীদের কোন কিছুর বিনিময়েই টেন্ডার সন্ত্রাস থেকে পিছু ফেরানো যাচ্ছেনা। সাধারণ ঠিকাদারদের মারধর করে শুধু টেন্ডার বাগিয়ে নেয়াই নয়; টেন্ডারের জন্য পত্রিকার বিজ্ঞাপন নিয়ন্ত্রনও করছেন ওইসব ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে গুটি কয়েক নেতাকর্মীর কারণে পুরো সংগঠনকে এর দায়ভার নিতে হচ্ছে। ওইসব নেতাকর্মীর বিরুদ্ধে দলীয়ভাবে এখনই পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে গৌরবজ্জল এ সংগঠনকে এরজন্য বড়ধরনের খেসারত দিতে হবে বলে আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সূত্রমতে, সর্বশেষ গত ১৬ মে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পৌনে ১ কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের বিরুদ্ধে। এরপূর্বে গত ১২ মে বরিশাল র‌্যাব-৮ এর ডিজিটাল লিফটের ৭২ লাখ টাকার দরপত্র গুছ প্রক্রিয়ার মাধ্যমে বাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগ নেতা সেজান, সুমন ও প্রদীপের বিরুদ্ধে। অপরদিকে গত ১১মে নগরীর বান্দ রোডে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রকৌশলী বিভাগের প্রায় অর্ধকোটি টাকার টেন্ডার জমাদানে বাঁধা দিয়েছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া গত ৯ মে বরিশালে স্কুল নির্মাণের অর্ধকোটি টাকার দরপত্র ছাত্রলীগের নেতাকর্মীরা বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছিলো। ছাত্রলীগের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ এ কাজ করে থাকতে পারেন। তবে দলের প্রকৃত কোন নেতৃবৃন্দরা টেন্ডারবাজির সাথে জড়িত নেই। তার পরেও অভিযোগগুলো খতিয়ে দেখে ছাত্রলীগের কোন নেতাকর্মীরা টেন্ডারবাজির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আলোচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
×