ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজানে ব্যাংক খুলবে সাড়ে নয়টায়, বন্ধ ৪টায়

প্রকাশিত: ২১:৫১, ১৯ মে ২০১৬

রমজানে ব্যাংক খুলবে সাড়ে নয়টায়, বন্ধ ৪টায়

অর্থআনৈতিক রিপোর্টার ॥ অাসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন দাপ্তরিক সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী, পুরো রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের দুটি পৃথক সার্কুলারে এ সময়সূচীর কথা জানানো হয়। এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামায়ের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। সার্কুলারে আরও বলা হয়, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে আসবে।
×