ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে কিডনি বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২২:৫৬, ১৯ মে ২০১৬

জয়পুরহাটে কিডনি বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ মানবদেহে কিডনির গুরুত্ব, কিডনি সুস্থ রাখতে করণীয়, কিডনির কাযকারিতা দীর্ঘদিন ধরে বজায় রাখা এবং কিডনি বেচাকেনা অপরাধ নিয়ে জয়পুরহাটের কালাইয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। আশা আয়োজিত কিডনি বিষয়ে গনসচেতনতা মূলক এই কর্মশালায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হাওলাদার। বক্তব্য রাখেন প্রধান অতিথি আশা’র সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এম আব্দুল আজিজ, বিশেষ অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুর রহিম, সিভিল সার্জন ডা. মোঃ জসিম উদ্দীন হাওলাদার, ডা. হাবিবুল আহসান তালুকদার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশা’র চিফ হেল্থ অফিসার ডা. এপিএম নজরুল ইসলাম। কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×