ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ যানবাহন ভাংচুর

প্রকাশিত: ২৩:৩৮, ১৯ মে ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ যানবাহন ভাংচুর

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি ॥ দাউদকান্দি উপজেলার জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ঈসমাইল হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহষ্পতিবার দুপুরে এই কলেজের ছাত্র-ছাত্রীরা শহিদনগর এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অরোধ করে। গত ১৫ মে সুরমা পরিবহনের একটি বাসের হেলপার জুরানপুর কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের আঃ মতিনের পুত্র ঈসমাইল হোসেনকে গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মারা যায়। আজ এর প্রতিবাদে ওই কলেজের ছাত্র-ছাত্রীরা বিচারের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে অবরোধের ফলে মহাসড়ক উভয় পাশে দীর্ঘ ২০ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা প্রায় ২০/২৫টি যাত্রীবাহী বাসে ব্যাপক ভাংচুর চালায়। এতে ভয়ে আতঙ্কি হয়ে পড়েন যাত্রী ও চালকরা।
×