ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ইউসুফ আলীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৪৫, ১৯ মে ২০১৬

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ইউসুফ আলীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ইউসুফ আলীর (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাবার নাম মৃত কোরবান আলী। গ্রামের বাড়ি রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে। মৃত ইউসুফ আলীর স্ত্রী জোসনা বেগম জানান, মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গত ২০ এপ্রিল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাপসাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা গেছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁিড়র ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার জানান, তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালের ৫ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।
×