ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলায় মেঘনার ভাঙ্গনে ৫ শতাধিক বাড়ি ঘর বিলীন

প্রকাশিত: ২৩:৪৮, ১৯ মে ২০১৬

ভোলায় মেঘনার ভাঙ্গনে ৫ শতাধিক বাড়ি ঘর বিলীন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় বর্ষার আগেই মেঘনার ভাঙ্গন আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২ সপ্তাহের ভাঙ্গনে সদর উপজেলার রাজাপুর ইলিশা জংসন বাজার এলাকার ৫ শতাধিক ঘর বাড়ি, রাস্তাঘাট, কৃষি জমি, ফেরিঘাট বিলীন হয়ে গেছে। প্রায় দুই শত বছরের পুরাতন জংশন বাজার থেকে এক দেড়শত ফুট দূরে এখন নদীর অবস্থান। চরম হুমকির মুখে রয়েছে ওই বাজারের সহ¯্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার ঘর বাড়ি, স্কুল কলেজ মাদ্রাসাসহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙ্গন আতংকে প্রায় দেড় লাখ লোক চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। প্রতিদিনই ইলিশা জংসন, রাজাপুর এলাকার বহু পরিবার শেষ সম্বল ঘর বাড়ি ভেঙ্গে অন্যত্র আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছে। এদিকে ইমারজেন্সি ওয়ার্কের আওতায় পাউবো ১৫ কোটি টাকার বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু করলেও ৪ গ্রুপের কাজ এক জন ঠিকাদার করায় কাজ চলছে ধীর গতিতে। তার উপর পাউবোর ট্রাক্সর্ফোসের প্রকৌশলী মাছুম বিল্লাহ সময় মতো উপস্থিত না থাকায় দ্রুত ডাম্পিং কাজ হচ্ছে না। এতে করে বৃহস্পতিবার সকালে ইলিশা জংসনের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
×