ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পড়ে পুলিশে সহকারী উপ-পরিদর্শক

প্রকাশিত: ২৩:৪৯, ১৯ মে ২০১৬

মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পড়ে পুলিশে সহকারী উপ-পরিদর্শক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদিউজ্জামান (৩৫)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর পুলিশ লাইনের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার সহকর্মী পুলিশের নায়েক রানা জানান, বদিউজ্জামান তার স্বজনদের কল্যাণপুরে বাসে তুলে দিয়ে মিরপুর-১৪ পুলিশ লাইনে ফিরছিলেন। পুলিশ লাইনের গেটে আসার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ করেছে। এরপর তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
×