ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং

প্রকাশিত: ২৩:৫৪, ১৯ মে ২০১৬

নওগাঁয় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা তথ্য অফিসে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ তৌফিকুল ইসলাম নওগাঁ জেলা শহরে কর্মরত সাংবাদিকদের কাছে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক ব্রিফিং দেন। প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের বহুমুখি উন্নয়ন কর্মকান্ডের মধ্যে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য উৎপাদন, কৃষি, অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, দারিদ্রবিমোচনসহ সার্বিক উন্নয়নের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এছাড়া সরকারের এমডিজি প্রোগ্রামের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, নারী-পুরুষ বৈষম্য দূরীকরন, শিশু মৃত্যু হার কমানো, মাতৃস্বাস্থের উন্নয়ন, এইডস ম্যালেরিয়াসহ জটিল রোগ প্রতিরোধে সার্বিকভাবে সফলতা অর্জন করেছে। খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে। ২০১৫ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে দারিদ্রের হার কমে এখন মাত্র ২২ দশমিক ৪ ভাগে নেমেছে। মাথা প্রতি আয় বৃদ্ধি পেয়ে বাংলাদেশ এখন নি¤œ মধ্যবিত্ত আয়ের দেশে পরিনত হয়েছে।
×