ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঁতারু অন্বেষণ ॥ উদ্বোধনী দিনে ৪০ সাঁতারু নির্বাচিত

প্রকাশিত: ০২:৪৭, ১৯ মে ২০১৬

সাঁতারু অন্বেষণ ॥ উদ্বোধনী দিনে ৪০ সাঁতারু নির্বাচিত

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা জেলার বাছাই পর্ব উদ্বোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রতিভাবান সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ।’ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ঢাকা জেলার বাছাইপর্বে ৮০০ প্রতিযোগী অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সেরা ৪০ নারী-পুরুষ সাঁতারু নির্বাচিত হয়। এই ৪০ সাঁতারু দ্বিতীয় পর্বে প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঢাকা জেলার নির্বাচিত এই সেরা সাঁতারুদের হাতে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ১১-১২ বৎসর বালক গ্রুপে প্রথম হয়েছে এনামুল। দ্বিতীয় হয়েছে রাব্বী। ১১-১২ বৎসর বালিকা গ্রুপে প্রথম হয়েছে রূপা। দ্বিতীয় হয়েছে মেরী। ১৩-১৪ বৎসর বালক গ্রুপে প্রথম হয়েছে জোছেল। দ্বিতীয় হয়েছে রাকিবুল। ১৫-১৭ বৎসর বালক গ্রুপে প্রথম হয়েছে টিটু মিয়া। দ্বিতীয় হয়েছে জামরুল। ১৮ ও তদুর্ধ বয়স গ্রুপে প্রথম হয়েছে শিহান। দ্বিতীয় হয়েছে আলী হোসেন। প্রতিযোগিতায় ৪টি বয়সভিত্তিক গ্রুপে (১১-১২, ১৩-১৫, ১৫-১৭ এবং ১৮ থেকে তদুর্ধ বয়সী) নারী ও পুরুষ সাঁতারুরা অংশগ্রহণ করছে। দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যা আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় আগামী ২৪ মে মুন্সীগঞ্জে, ২৫ মে নারায়ণগঞ্জে, ২৬ মে নরসিংদীতে, ২৮ মে কিশোরগঞ্জে, ২৯ মে নেত্রকোনায়, ৩০ মে ময়মনসিংহে, ৩১ মে শেরপুরে, ১ জুন জামালপুরে, ২ জুন টাঙ্গাইলে এবং ৪ জুন গাজীপুরে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বাছাই অনুষ্ঠিত হবে। এভাবে সারা দেশ থেকে প্রথম পর্বে মোট ১০০০ প্রতিভা সম্পন্ন সাঁতারু বাছাই করে ঢাকায় আনা হবে।
×