ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় বিমান হামলায় একই পরিবারের ১২ জন নিহত

প্রকাশিত: ০৬:১৯, ২০ মে ২০১৬

সিরিয়ায় বিমান হামলায় একই পরিবারের ১২ জন নিহত

সিরিয়ার মধ্যঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারী বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার কর্মী ও পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছেন। আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় নিহতদের অধিকাংশই শিশু। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাস্তান শহরের আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। বিমান হামলার পর অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি দেহ মেঝেতে পড়ে আছে সেগুলোর মধ্যে তিনটি শিশুও রয়েছে। বুধবারের বিমান হামলায় বাবা-মা, তাদের দুই ছেলে ও চার মেয়েসহ ১৩ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় সমন্বয়কারী একটি কমিটি নিহতের সংখ্যা ১২ বলে দাবি করেছে। খবর বিবিসির। ৮০ বছর পর খুলছে অভয়ারণ্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের একটি গোপন অভয়ারণ্য ৮০ বছর পর চলতি গ্রীষ্মেই খুলে দেয়া হচ্ছে। সেন্ট্রাল পার্কের তিনটি বনভূমির মধ্যে একটি চার একরের হ্যালেট নেচার স্যাঙ্কচুয়ারি নিউইয়র্কের অভিজাত ফিফথ এ্যাভিনিউয়ের অদূরে অবস্থিত। ১৯৩০-এর দশকে পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে এটি বন্ধ করে দেন পার্কের কমিশনার রবার্ট মুজ। এটি ৩০ জুন থেকে সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। জুলাই ও আগস্টে এটি রবিবারও খোলা থাকবে। -এএফপি হিরোশিমাকে ছবি উপহার ১৯৪৫ সালের আগস্টে জাপানের দুটি শহরে আণবিক বোমা হামলার মার্কিন সেনাবাহিনীর তোলা ছবি হিরোশিমা পিচ মেমোরিয়াল মিউজিয়ামকে উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের স্টিমসন সেন্টার। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা মাইকেল ক্রেপন বলেছেন, ছবিগুলো কিভাবে প্রদর্শিত হবে এ বিষয়ে আলোচনার পর তা জাপানে পাঠানো হবে। -এএফপি
×