ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিফায় প্রথম নারী মহাসচিব সামৌরা

প্রকাশিত: ০৬:৫৫, ২০ মে ২০১৬

ফিফায় প্রথম নারী মহাসচিব সামৌরা

সেনেগালের ফাতমা সামবা দিউফ সামৌরা ফিফায় প্রথম নারী মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। মেক্সিকো সিটিতে ফিফার কংগ্রেসে শুক্রবার সামৌরাকে নিয়োগের বিষয়টি ঘোষণা দেয়া হয়। ৫২ বছর বয়সী সামৌরা ২১ বছর ধরে জাতিসংঘের হয়ে কাজ করছেন। বর্তমানে নাইজেরিয়াতে কাজ করা এই কর্মকর্তা চারটি ভাষায় কথা বলতে পারেন। আগামী জুনে তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় কাজ শুরু করবেন। আগের মহাসচিব জেরম ভালকেকে ফুটবলে ১২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। কারণ সাবেক সভাপতি জেপ ব্লাটার ও মহাসচিব ভালকের সময়ে বিভিন্ন দুর্নীতির ঘটনায় ফিফার ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে, নতুন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আস্থা ফিরিয়ে আনার কাজটি করতে হবে সামৌরার।
×