ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেলস-বেয়ারস্টোর ব্যাটে লড়ছে ইংল্যান্ড

প্রকাশিত: ০৮:১৩, ২০ মে ২০১৬

হেলস-বেয়ারস্টোর ব্যাটে লড়ছে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ হেডিংলি টেস্টে প্রথম দিনেই বৃষ্টির হানা। তবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ইংল্যান্ডকে বাঁচিয়েছে ওপেনার এ্যালেক্স হেলস এবং জনি বেয়ারস্টোর ব্যাট। দুজনের অপরাজিত ফিফটির কল্যাণে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ইংল্যান্ড স্কোরবোর্ডে তুলেছে ১৭১ রান। স্যাঁতসেঁতে পরিবেশে এদিন টস জিতে বোলিং বেছে নিতে ভুল করেননি এ্যাঞ্জেলো ম্যাথিউজ। অবশ্য শুরুটা দেখেশুনেই করেছিলেন এ্যালিস্টার কুক ও এ্যালেক্স হেলস। তবে দলীয় ৪৯ রানে ইংলিশ অধিনায়ককে ১৬ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন দুসান শানাকা। ওই ওভারেই তিনি নিক কম্পটনকে শূন্য রানে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ দিতে বাধ্য করান। ২৩তম ওভারে এসে আবার ইংলিশ শিবিরে আঘাত হানেন শানাকা। এবার তার শিকারে পরিণত হন জো রুট (০)। ৫১ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে তখন রীতিমতো কাঁপছে ইংল্যান্ড। অভিষিক্ত জেমস ভিন্সও (৯) নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি। দলীয় ৮৩ রানে বেন স্টোকসের (১২) উইকেট তুলে নেন নুয়ান প্রদীপ। তবে ষষ্ঠ উইকেটে ৮৮ রান যোগ করে ইংল্যান্ডকে বাঁচিয়েছেন হেলস এবং বেয়ারস্টো। বৃষ্টির বাগড়ায় প্রথম দিন ৫৩ ওভারের বেশি খেলা হয়নি। ওয়ানডে স্টাইলে ৬৭ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন বেয়ারস্টো। তবে স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেছেন হেলস। তিনি ৭১ রান করেছেন ১৫৪ বলে। ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন লংকান বোলার শানাকা। প্রদীপ ২৬ ও ইরাঙ্গা ৩৪ রানে নিয়েছেন ১টি করে উইকেট।
×