ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ফুটবলের সমস্যা নিয়ে প্রভাকরণ

প্রকাশিত: ০৯:০৮, ২০ মে ২০১৬

বাংলাদেশের ফুটবলের সমস্যা নিয়ে প্রভাকরণ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে এসেছেন ফিফা ডেভেলপমেন্ট অফিসার শাজি প্রভাকরণ। বৃহস্পতিবার তিনি ব্যস্ত সময় পার করেন। সকাল তিনি বৈঠক করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে। বৈঠকটি অনুষ্ঠিত হয় গুলশানে সালাউদ্দিনের বাসভবনে। বিকেলে তিনি কমলাপুরে অবস্থিত শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে যান সেখানে স্থাপিত আর্টিফিসিয়াল টার্ফটি পরিদর্শন-পর্যবেক্ষণ করেন। এরপর বাফুফে ভবনে ফিরে তিনি বৈঠকে মিলিত হন বাফুফের মহিলা ফুটবল কমিটির সঙ্গে। প্রভাকরণ মনে করেন, ফিফার নতুন আর্থিক অনুদান ও উন্নয়ন প্রকল্পে সহযোগিতায় ব্যাপকভাবে লাভবান হতে পারে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকালে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করার পর আমার মনে হয়েছে তিনি নতুন পারিপার্র্শ্বিকতায় বাংলাদেশের ফুটবলের জন্য যথাসম্ভব উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করতে আগ্রহী। যেহেতু এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই এ বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। দুই-তিন মাস পর আমরা আবারও ফেরত আসব। তখনই হয়ত একটা চুক্তি স্বাক্ষর হবে। ফিফা সভাপতির নতুন যে কর্মসূচী, তার আলোকে আমরা বলতে পারি বাংলাদেশের ফুটবলের বিভিন্ন সম্ভবনাময় দিক রয়েছে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনায় লক্ষ্য অর্জন সম্ভব হয় না।’ বাংলাদেশের মহিলা ফুটবল প্রসঙ্গে প্রভাকরণ বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ মহিলা ফুটবলে যে সাফল্য পেয়েছে, তাতে ফিফার পক্ষ থেকে অভিনন্দন তাদের প্রাপ্য। অনুর্ধ ১৪ দলের দুটি সাফল্য প্রমাণ করে মহিলা ফুটবল নিয়ে বেশ ভাল কাজ করছে বাফুফে। তবে এটাও ঠিক, জাতীয় দল ও বয়সভিত্তিক দলগুলোর মাঝে রয়েছে বড় একটি শূন্যতা। জাতীয় দল প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। এর কারণ হিসেবে বলা যেতে পারে মহিলা ফুটবলের জন্য নির্দিষ্ট কোন অবকাঠামো নেই। মহিলা ফুটবলের জন্য একটি অবকাঠামো থাকলে তা উন্নয়নে ভাল একটি ভূমিকা রাখতে পারে। এটি ঢাকার বাইরেও হতে পারে।’
×