ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসামের ১১ বাংলা ভাষা শহীদের কথা কে জানে

প্রকাশিত: ১৮:৩৯, ২০ মে ২০১৬

আসামের ১১ বাংলা ভাষা শহীদের কথা কে জানে

অনলাইন ডেস্ক॥ ১৯ মে, ১৯৬১। ভারতের আসামের শিলচর রেল স্টেশনে ফৌজিদের গুলিতে প্রাণ হারান ১১ জন বাঙালি। তবু দমিয়ে রাখা যায়নি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মতোই ১৯৬১ সালের ১৯ মে রক্তের বিনিময়ে বাঙালি রক্ষা করে নিজের মাতৃভাষাকে। আসামের বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষার সরকারি স্বীকৃতি। সেই থেকে দিনটি ঘটা করে পালন করছেন বরাকের বাঙালিরা। এবারে সেখানে দাবি উঠেছে, সেদিনের গুলিচালনার ঘটনায় গঠিত গোপাল মেহেরেতরা কমিশনের রিপোর্ট প্রকাশের পাশাপাশি সিলচর স্টেশনের নাম ভাষা শহীদদের স্মরণে রাখা হোক। সেইসঙ্গে সেদিনের শহিদ কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হীতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, সচীন্দ্রচন্দ্র পাল, ধীরেন্দ্র সূত্রধর, সুকমল পুরকায়স্থ ও কমলা ভট্টাচার্যদের স্মরণে বিভিন্ন প্রকল্প নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বহু মানুষ হাজির হয় শিলচরে।
×