ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বুলগেরিয়ার জাতীয় জাদুঘর পরিদর্শন

প্রকাশিত: ১৮:৪৫, ২০ মে ২০১৬

প্রধানমন্ত্রীর বুলগেরিয়ার জাতীয় জাদুঘর পরিদর্শন

অনলাইন রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেলে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বুলগেরিয়ার বৃহত্তম এই জাদুঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। তিনি এসময় জাদুঘরে রক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। ‘গ্লোবাল ওমেন লিডার্স ফোরামে’ অংশ নিতে তিনদিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী। এসময় পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী জাদুঘরে পৌঁছালে বুলগেরিয়া জাতীয় জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক বজিদার ডিমিট্রোভ তাকে স্বাগত জানান।
×