ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার ভারতের বিজ্ঞাপনে মুস্তাফিজ

প্রকাশিত: ১৮:৫১, ২০ মে ২০১৬

এবার ভারতের বিজ্ঞাপনে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক॥ হায়দরাবাদের সাফল্যের পেছনে মুস্তাফিজ যে অন্যতম অস্ত্র তা প্রমাণ হয়েছে আগেই। আইপিএলে অসাধারণ ধারাবাহিক সাফল্যের কারণে ভারতেও ঘরে ঘরে তৈরি হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজের ভক্ত। আর তাই এবার ভারতের একটি বিজ্ঞাপনে দেখা গেল সাতক্ষীরা এক্সপ্রেসকে। ডেস্ক টু ডেস্ক কুরিয়ার অ্যান্ড কার্গো (ডিটিডিসি) নামক একটি অনলাইন ডেলিভারির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মুস্তাফিজ, যুবরাজ, ওয়ার্নাররা। ৫৯ সেকেন্ডের এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে- টেলিভিশন সেটের সামনে বসে কাঁদছেন মুস্তাফিজ, ওয়ার্নার, মরগান এবং উইলিয়ামসন। যুবরাজ এসে তাদের জানান, ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে। ব্যাটের কিট খুলতে গিয়ে ওয়ার্নার দেখেন তার ব্যাটটিই গায়েব! মরগ্যান তার ব্যাট ধার দিতে চাইলেও ওয়ার্নার বলেন এই ব্যাটটি তার জন্য বেশ লাকি। যুবরাজ তখন ডিটিডিসিতে ফোন দিয়ে ওয়ার্নারের জন্য তার লাকি ব্যাট নিয়ে আসতে বলেন। মাঠে নামার আগেই চলে এলো ব্যাট। ব্যাট পেয়ে বেজায় খুশি হায়দরাবাদ অধিনায়ক। কিন্তু এমন সময় বাঁধে নতুন এক বিপত্তি। কেন উইলিয়ামসন অবাক হয়ে বলেন কোচই তো নেই। ইয়ন মরগান ফোন করে জানতে পারেন ফ্লাইট মিস করেছেন কোচ। ওয়ার্নার তখন ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌঁছে দেয়ার জন্য! বিজ্ঞাপনটি হায়দরাবাদের অফিশিয়াল ফেসবুক পেজেও দেয়া হয়েছে। এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ একাই। আইপিএলের উদীয়মান তারকা জরিপেও গণভোটে এগিয়ে আছেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার।
×