ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মেঘনায় জলদস্যুর হামলায় আহত ১২

প্রকাশিত: ১৯:৩৪, ২০ মে ২০১৬

লক্ষ্মীপুরে মেঘনায় জলদস্যুর হামলায় আহত ১২

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে মেঘনায় ট্রলারে জলদস্যুতার ঘটনা ঘটেছে। জলদস্যুদের হামলায় ওই ট্রলারের নয়জন গরু ব্যাপারীসহ আহত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট এলাকার পশ্চিমের ঘটনাটি ঘটেছে। জলদস্যুরা এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের মুখে প্রায় আট লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। পরে রাত প্রায় ১০ টার দিকে গুরুত্বর আহত তাজল ইসলাম কাজল ও আরিফ হোসেন নামে দু’জন গরু ব্যাপারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন বলে জানিয়েছেন তারা। অপর আহতদের মধ্যে রয়েছেন. মফিজউদ্দিন, অলি উল্যা, নুরনবী, চৌধুরী মিয়া, নোমান, আলী হোসেন, খোকন, আব্দুস শহীদ, আব্দুর রহিম ও কালু মিয়া। এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহম্মদ বলেছেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে মামলা দেয়া হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
×