ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ

প্রকাশিত: ২১:৩৬, ২০ মে ২০১৬

বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে বরিশাল নদী বন্দরের অভ্যন্তরীণ সকল রুটে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। নৌ-সংকেত থাকায় নিরাপত্তাজনিত কারনে বরিশাল নদী বন্দর থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ৬৫ ফুটের নীচের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় বরিশাল-পটুয়াখালীসহ উপকূলীয় নদী বন্দরগুলোতে ২নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যা শুক্রবারও বলবৎ রয়েছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বরিশালে ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়া অফিস থেকে ২নম্বর সংকেত পাওয়ার পর বরিশাল নদী বন্দরের আভ্যন্তরীণ রুটে চলাচল করা ৬৫ ফুটের নীচের লঞ্চের যাত্রা বন্ধ করে দেয়া হয়েছে। তবে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী নৌযান চলাচলের প্রতি এখনো কোন নিষেধাজ্ঞা নেই বলে উল্লেখ করে তিনি আরও জানান, আবহাওয়া খারাপ হলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
×