ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে ক্ষতিগ্রস্থ আদিবাসীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২২:৫৮, ২০ মে ২০১৬

পার্বতীপুরে ক্ষতিগ্রস্থ আদিবাসীদের মানববন্ধন  ও সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ॥ পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের কাউয়াটোলা গ্রামে আদিবাসীদের নিজ বসতভিটা থেকে উচ্ছেদ ও হামলার প্রতিবাদে তারা পার্বতীপুর শহরে শহীদ মিনারে আজ শুক্রবার সকাল ১১ টায় মানববন্ধন করেন। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুর জেলার জাতীয় আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক আলেকজান্ডার হাঁসদা, পরিষদের উপজেলা শাখার সভাপতি রমেস হাঁজদা,সাধারন সম্পাদক বিমল মুর্মু,জাতীয় আদিবাসী নারী পরিষদের জেলা আহবায়ক বাসন্তী মুর্মু প্রমূখ। পরে তারা পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সূত্রমতে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে (কাউয়াটলা গ্রাম) জমি-জমার সীমানা বিরোধ নিয়ে আদিবাসীদের সাথে স্থানীয় বাঙ্গালীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে গেলে নারায়ন মুর্মু জানান ৬৯২ দাগের সম্পত্তি নিয়ে বিরোধ। এই দাগের জমিতে আমরা বংশ পরস্পরায় বসবাস করে আসছি। হঠাৎ ভোগদখলীয় জমিতে প্রতিবেশী একরামূল হামলা চালায়। তিনি এই জমি নিজের দাবী করে এখানে বাড়ী করার উদ্যেশে লাটিয়াল বাহিনীসহ বাড়ীর উঠানে ইট,বালু সিমেন্ট নিয়ে এসে গর্ত খুড়তে থাকে। বাধা দিলে সংঘর্ষ বাধে। আমরা এখানে বসবাস করি তারা এটা চায়না। ঘটনার পর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আ.ওহাব মন্ডল ও থানার তদন্ত ওসি বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের সাথে আজ শুক্রবার দুপুরে যোগাযোগ করলে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানান।
×