ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাম বেড়েছে কাঁচামরিচের

প্রকাশিত: ২৩:০২, ২০ মে ২০১৬

দাম বেড়েছে কাঁচামরিচের

অনলাইন রিপোর্টার ॥ হঠাৎ করেই রাজধানীর বাজারে বেড়েছে কাঁচামরিচের দর। প্রতিবছর বর্ষা এলেই যেন এ পণ্যটির দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত সপ্তাহের ৫০ থেকে ৬০ টাকার কাঁচামরিচ হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, ভারি বর্ষণে কাঁচামরিচের গাছ মরে যাচ্ছে। এতে বাজারে কাঁচামরিচের সরবারহ কমে যাওয়ায় বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া আরও এক ধাপ বেড়েছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। তবে স্থিতিশীল রয়েছে সবজি, মাছসহ বেশিরভাগ মুদি পণ্যের দাম। আজ শুক্রবার রাজধানীর শান্তিনগর, ফকিরাপুলসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়; যা তিন দিন আগের দামের তুলনায় ২০ টাকা বেশি। আর চলতি সপ্তাহে মুরগির দাম আবারও কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। শান্তিনগর বাজারের সবজি বিক্রেতারা মোবারক হোসেন অর্থসূচককে বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশে ভারি বৃষ্টিপাত হওয়ায় মরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাইকারিতে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। এদিকে চলতি সপ্তাহে কেজিতে ৫ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা ও কেজিতে ১০ টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। বিক্রেতাদের দাবি, বৈরি আবহাওয়ার কারণে বাজারে মুরগির আমদানি কম তাই বেড়েছে এর দাম বেড়েছে। কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতিকেজি করলা ৪০ টাকা, কাকরোল ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, ঢেড়স ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, পটল ৪০-৫০ টাকা, বেগুন ৫০ টাকা, শশা ৪০ টাকা, কাঁচা আম ৪০ টাকা,বরবটি ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, টমেটো ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকা, চালকুমড়া ৩০ টাকা ও মিষ্টি কুমড়া প্রতি ফালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ৪৬-৪৮ টাকা, আমদানি করা মোটা পেঁয়াজ ২৪ টাকা, দেশি রসুন ১৩০-১৪০ টাকা, আমদানি করা মোটা রসুন ২২০ টাকা, আলু ২০ টাকা, আদা ৬৫ থেকে ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে।
×