ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোয়ানুর প্রভাবে কলাপাড়ার উপকূলজুড়ে দুর্যোগপুর্ণ আবহাওয়া

প্রকাশিত: ২৩:০২, ২০ মে ২০১৬

রোয়ানুর প্রভাবে কলাপাড়ার উপকূলজুড়ে দুর্যোগপুর্ণ আবহাওয়া

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কলাপাড়ার গোটা উপকূলজুড়ে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। দুই দিনের এমন দুর্যোগপুর্ণ আবহাওয়ায় শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। পায়রা সমুদ্র বন্দরসহ তৎসংলগ্ন এলাকায় চার নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আগেভাগেই করা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। সবগুলো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার বিকাল ৩ টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে খেপুপাড়া রাডার স্টেশনসুত্র নিশ্চিত করেছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। আলীপুর-মহিপুরে শত শত মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। ৬৫ ফুটের ছোট লঞ্চ চলাচল নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে ছোট ছোট লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা ঝুঁকি নয়ে যাত্রী বাহনের কাজ করে যাচ্ছে।
×