ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দামুড়হুদার হাউলী ও মদনা-পারকৃঞ্চপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০০:১০, ২০ মে ২০১৬

দামুড়হুদার হাউলী ও মদনা-পারকৃঞ্চপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ও মদনা-পারকৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। হাইকোর্টে দাখিলী ২টি রিট পিটিশন মামলা শুনানী শেষে ৫ম ধাপে অনুষ্টিতব্য ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার আদেশ দেয়া হয়। জানা যায়, সারা দেশের ন্যায় আগামি ২৮মে ভোট গ্রহনের জন্য জেলার ২টি উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি গ্রহন করা হয়। এখানে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চলছিল। এ অবস্থায়, গত বৃহস্পতিবার সন্ধায় সংশ্লিষ্ট ইউনিয়ন ২টি রিটার্নিং অফিসার তথা দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহার নিকট পৌঁছায় বাংলাদেশ হাইকোর্টের নির্বচন সংক্রান্ত স্থগিত আদেশ। সাথে সাথে বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন ২টির সর্বত্র নির্বাচনী সকল কার্যক্রম ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা থেমে যায়। যোগাযোগ করলে, দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান উল্লেখিত ইউনিয়ন ২টিতে হাই কোর্টের আদেশে নির্বাচন স্থগিতের সত্যতা স্বীকার করেছেন।
×