ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁর পল্লীতে সংখ্যালঘুর শ্মশান-পুকুরসহ দেবোত্তর সম্পদ জবরদখল

প্রকাশিত: ০০:১২, ২০ মে ২০১৬

নওগাঁর পল্লীতে সংখ্যালঘুর শ্মশান-পুকুরসহ দেবোত্তর সম্পদ জবরদখল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পতœীতলা উপজেলার পল্লীতে সংখ্যালঘু সম্প্রদায়ের শ্মশান ও পুকুরসহ দেবোত্তর সম্পদগুলো জবরদখল করছে এলাকার নব্য আওয়ামীলীগাররা! তাদের সহায়তা করছে ওই উপজেলার স্বাধীনতা বিরোধী ও তালিকাভুক্ত রাজাকারের সন্তান আওয়ামী লীগেরই এক প্রভাবশালী নেতা! এমন ঘটনায় এলাকার সংখ্যালঘুরা হতাশার পাশাপাশি চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। জানা গেছে, পতœীতলা উপজেলার দিবর ইউনিয়নের ঘোলাদীঘি মৌজায় ৮একর ৪১ শতাংশ মালদীঘি পুকুর ও শ্মশান জবরদখল করছে সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগদানকারী রিফিউজি আফছার, সাত্তার, বক্কার, রসুলসহ ওরা ৭ভাই। ওরা ৩মাস আগেও ছিল বিএনপি-জামায়াতের ক্যাডার। এব্যাপারে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। শুধু তাই নয়, তারা রীতিমত ওই মৌজায় সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির, শ্রীশ্রী গোপিনাথ জিউ মন্দিরসহ মোট ৬একর ৩৭ শতাংশ জমি জবর দখল করেছে। তারা নিজেদের আওয়ামী লীগার দাবী করে ভুয়া কাগজপত্র তৈরী করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদারের দেবোত্তর সম্পদগুলো এভাবে জবরদখল অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে।
×