ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকার প্রার্থীদের দেয়া হলো প্রতীক ॥ ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার

প্রকাশিত: ০২:১৪, ২০ মে ২০১৬

ভালুকার প্রার্থীদের দেয়া হলো প্রতীক ॥ ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ৪ জুন অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ভালুকায় ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ১১ ইউনিয়নে আ’লীগ, বিএনপি, জাপা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণ স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের হাতে তাদের প্রতীক তুলে দেন। এদিকে একই দিনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছেন বিএনপির এক নেতা। নৌকা ও ধানের শীষ প্রতিক পেলেন যারা: ১ নম্বর উথুরা ইউনিয়নে বজলুর রহমান বাচ্চু (নৌকা), ফখর উদ্দিন জাহিদ (ধানের শীষ), স্বতন্ত্র ইসাহাক আলী (ঘাড়া), মুঞ্জুরুল হক (আনারস), জসিম উদ্দিন ( চশমা) । ২ নম্বর মেদুয়ারী ইউনিনে জেসমিন নাহার রানী (নৌকা), আলী আকবর খান শিল্পী (ধানের শীষ) স্বতন্ত্র লোকমান হেকিম সরকার (চশমা), আতাউর রহমান (ঘোড়া), এসাহাক তালুকদার (মটরসাইকেল), মাজাহারুল ইসলাম (আনারস) । ৩ নম্বর ভরাডেবা ইউনিয়নে শাহ আলম তরফদার (নৌকা), আব্দুর রহিম আকন্দ (ধানের শীষ) ও স্বতন্ত্র আব্দুল আওয়াল সরকার (আনারস) । ৪ নম্বর ধীতপুর ইউনিয়নে সফিকুল ইসলাম কামাল (নৌকা), স্বতন্ত্র রকিবুল হাসান রাসেল (চশমা), আশরাফুল ইসলাম (আনারস)। ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়নে রিদুওয়ান সারোয়র রব্বানী (নৌকা), আব্দুল কাইয়ূম রিপন (ধানের শীষ) । ৬ নম্বর ভালুকা ইউনিয়নে শিহাব আমীন খান (নৌকা), সাখাওয়াত হোসেন পাঠান (ধানের শীষ) । ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নে আকরাম হোসেন (নৌকা), ছারোয়ার জাহান এমরান (ধানের শীষ), জসিম উদ্দিন (আনারস) । ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম (নৌকা), আতিকুজ্জামান লস্কর (ধানের শীষ), স্বতন্ত্র আবুল কালাম আজাদ লেবু (চশমা), নূরুল ইসলাম (লাঙল), মাসুদুর রহমান (পাখা) । ৯ নম্বর কাচিনা ইউনিয়নে মুশফিকুর রহমনার লিটন (নৌকা), খালেদুজ্জামান তালুকদার (ধানের শীষ) স্বতন্ত্র জাহাঙ্গীর আলম (আনারস), আফতাব উদ্দিন (লাঙল) । ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নে তোফায়েল আহমেদ বাচ্চু (নৌকা), মো. খলিলুর রহমান (ধানের শীষ),স্বতন্ত্র আবুল কালাম আজাদ (আনারস), মাহমুদা খানম (রজনিগন্ধা) । ১১ নম্বর রাজৈ ইউনিয়নে নুরুল ইসলাম বাদশা (নৌকা) ও আনোয়ার উদ্দিন আহমেদ (ধানের শীষ)। এদিকে, ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ নম্বর রাজৈ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের (পারুলদিয়া-চান্দাব অংশ) বর্তমান মেম্বার বিএনপি নেতা মো. হুমায়ূন কবীর খান এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হয়েছেন। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের দিন তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সাবেক মেম্বার মো. আলাল উদ্দিন মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হলেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেম্বার বিএনপি নেতা হুমায়ূন কবির খান বলেন, গত পাঁচ বছরে আমি দলমত নির্বিশেষে এলাকার রাস্তা-ঘাট উন্নয়নসহ সার্বক্ষনিক হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আগামীতেও আমি ওই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।
×