ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নজরুল একাডেমির নজরুলজয়ন্তী

প্রকাশিত: ০৩:৫২, ২১ মে ২০১৬

নজরুল একাডেমির  নজরুলজয়ন্তী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে নজরুল একাডেমি। এর মধ্যে রয়েছে কমরেড মুজফ্ফর আহ্মদ স্মরণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৪৮তম নজরুল একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী, নজরুল একাডেমি পত্রিকা, ৪৭বর্ষ: ৪৩সংখ্যা’ ও শিল্পী রেবেকা সুলতানা রেবার ‘তোমার আঁখির মতো আকাশের দুটি তারা’ সিডির মোড়ক উন্মোচন। এ উপলক্ষে মগবাজার নজরুল একাডেমি ভবনে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমির সহসভাপতি সৈয়দ আখতার ইউসুফ, অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর, মুহাম্মদ আবদুল হান্নান, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন খান, প্রচার সম্পাদক রেজা মতিন প্রমুখ। সংবাদ সম্মেলনে চার দিনব্যাপী আয়োজনে বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আগামী ২৪ মে বিকাল সাড়ে ৫টায় চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। বক্তব্য রাখবেন ম. মীজানুর রহমান, মুহাম্মদ আবদুল হান্নান, আবদুল মুকীত চৌধুরী, খিলখিল কাজী ও নজরুল একাডেমির অধ্যক্ষ খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সঙ্গীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। স্বাগত বক্তব্য রাখবেন তিনি নিজে। অনুষ্ঠানে প্রধান অতিথিকে নজরুল একাডেমি সম্মাননা প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের বিশেষ আকর্ষণ নজরুলের শিশু সাহিত্য ‘খুকি ও কাঠবেড়ালি’ কবিতা অবলম্বনে নাটক। ২৫ মে একই স্থানে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এদিন কবির জন্মদিন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার। থাকবে নজরুল দর্শন অবলম্বনে নৃত্যানুষ্ঠান ‘মানবতার কবি নজরুল’। ২৬ মে লিফলেট বিতরণ। ২৭ মে একাডেমির নিজস্ব ভবনে বিকাল সাড়ে ৬টায় শুরু হবে সমাপ্তি দিবসের অনুষ্ঠান।
×