ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না সিলেট নগরবাসী

প্রকাশিত: ০৪:০০, ২১ মে ২০১৬

জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না সিলেট নগরবাসী

জলাবদ্ধতা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না সিলেট নগরবাসী। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ভরে যায় পানিতে। হাওয়াপাড়া, উপশহর, তেররতনসহ কয়েকটি এলাকায় রাস্তা ছাড়িয়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও উঠে যায় পানি। সময়মতো ড্রেন পরিষ্কার না করা ও ছড়া-খালগুলো দখলমুক্ত করতে না পারায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন নগরবিদরা। অবশ্য সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা দূর করতে আড়াই শ’ কোটি টাকার একটি প্রকল্প তৈরি হচ্ছে। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের হাওয়াপাড়া এলাকা। সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে। রাস্তা ছাড়িয়ে পানি ঢুকে পড়ে বাসা-বাড়ি, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানেও। শুধু হাওয়াপাড়া নয়; বৃষ্টি হলেই শহরের বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। মারাত্মক আকার ধারণ করে ইলেকট্রিক সাপ্লাই, মদিনা মার্কেট, উপশহর, তেররতন, লালাদিঘিরপাড় ও শিবগঞ্জ এলাকায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। নগরবিদরা বলছেন, জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনকে ছড়া-খাল উদ্ধারের পাশাপাশি নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে। তবে নগর কর্তৃপক্ষের দাবি, এখন আর আগের মতো জলাবদ্ধতা হয় না। -স্টাফ রিপোর্টার
×