ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ২৯

প্রকাশিত: ০৪:১৩, ২১ মে ২০১৬

পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ২৯

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ছয় উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত পলাতক জলঢাকা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর রেজাউল করিম আলমগীরসহ ২৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযানে এসব পলাতক আসামি গ্রেফতার হয়। অসামাজিক কার্যকালাপ ॥ ১৮ নারী-পুরুষ আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ২০ মে ॥ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাভারে একটি বাংলোবাড়িতে অভিযান চালিয়ে ১৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে সাভার মডেল থানাধীন তুরাগ মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্স সেন্টার থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। জানা গেছে, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। রাজমহল রিসোর্স সেন্টারের মালিক আকতার হোসেনকেও আটক করে পুলিশ। বৃক্ষরোপণ উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শুক্রবার ছয় মাসব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধন হয়েছে। সার্কিট হাউস মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিসি মোহাম্মদ ফজলে আজিম। মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের আয়োজনে বক্তব্য রাখেনÑ রেজাউল ইসলাম, খোরশেদ-উল আলম অরুণ, সৈয়দ নুরুর রহমান, আনিছুজ্জামান সাথিল, অভিজিৎ দাস ববি, আসলাম হোসাইন প্রমুখ। সভাপতিত্ব করেন মাসুদ পারভেজ ইমন ও মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। বরেন্দ্রে ওল চাষ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে বৃষ্টিপাত কমেছে। সে কারণে এ অঞ্চলের চাষাবাদেও এসেছে ব্যাপক পরিবর্তন। এসময় শুধু ধান চাষ হওয়া কৃষকরা পানির ব্যবহার কম করার জন্য ঝুঁকছে অন্য আবাদে। কৃষকরা এখন পাহাড়ী ও মাদ্রাজী জাতের ওল চাষ শুরু করেছেন। ২০১৫ সালে রাজশাহী জেলায় ৪২ হেক্টর জমিতে পাহাড়ী ওল চাষ হয়েছিল।
×