ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্যামল কান্তি ভক্তকে পুনর্বহাল প্রধানমন্ত্রীর সম্মতিতেই

প্রকাশিত: ০৫:৩৩, ২১ মে ২০১৬

শ্যামল কান্তি ভক্তকে পুনর্বহাল  প্রধানমন্ত্রীর  সম্মতিতেই

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ মে ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনার পর প্রধানমন্ত্রীর সম্মতিতেই শিক্ষা মন্ত্রণালয় ওই শিক্ষককে পুনর্বহাল এবং ম্যানেজিং কমিটিকে ভেঙ্গে দিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তই এখন কার্যকর থাকবে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ওবায়দুল কাদের বলেন, সরকার এ ব্যাপারে নির্বিকার নন, নির্লিপ্ত নন, আবার নিশ্চুপও নন। সরকার এ ব্যাপারে আন্তরিক আছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে আমরা সব মন্ত্রীও একমত আছি। সাংসদ সেলিম ওসমানের ক্ষমা চাওয়ার অনীহা প্রকাশের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে সেতুমন্ত্রী বলেন, আমরা জনপ্রতিনিধিরা যারা রাজনীতি করি তাদের পাঁচ বছরের অর্জন পাঁচ মিনিটের খারাপ আচরণে শেষ হয়ে যেতে পারে। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় একটি পরিবহন সার্ভিসের উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। পরিবহনের বর্ধিত ভাড়ার ব্যাপারে সেতুমন্ত্রী জানান, গত ১৫ মে থেকে যেটা শুরুর কথা ছিল আজ থেকে তা শুরু হচ্ছে। বিআরটিএ’কে আমি বলে দিয়েছি। আজকে দু’চারটা গাড়ি দেখব। নতুন পুনর্নির্ধারিত ভাড়া ঠিকমতো নিয়ন্ত্রণ চলছে কিনা সেটা আগামীকাল মহাখালী বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে দেখা হবে এবং এ ব্যাপারে অভিযানও অব্যাহত থাকবে।
×