ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিধানসভা নির্বাচনে ভরাডুবি

কংগ্রেস নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনতে হবে ॥ দিগ্বিজয় সিং

প্রকাশিত: ০৫:৫১, ২১ মে ২০১৬

কংগ্রেস নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনতে হবে ॥  দিগ্বিজয় সিং

ভারতে পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর কংগ্রেস নেতা দিগি¦জয় সিং দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের তাগিদ দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। কংগ্রেস কেরল ও অসমে ক্ষমতা হারিয়েছে এবং তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে জোট বেঁধেও কোন লাভ হয়নি। কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং বৃহস্পতিবার এক টুইটে ওই তাগিদ দেন। তার মন্তব্য এমনই এক সময়ে প্রকাশিত হলো যখন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বললেন, বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণ গভীরভাবে খতিয়ে দেখবে এবং আরও দৃঢ় মনোবল নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হবে পার্টি। সোনিয়া গান্ধী দলের পরাজয়ের প্রতিক্রিয়ায় এক বিবৃৃতিতে বলেন, আমরা আমাদের পরাজয়ের কারণ চুলচেরা বিশ্লেষণ করব এবং আরও প্রবল উৎসাহে জনগণের সেবায় নিজেদের পুনরায় নিয়োজিত করব। সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫৪৩ আসনবিশিষ্ট নিম্নকক্ষে মাত্র ৪৪টি আসন পায়, যা দলটির জন্য এ যাবতকালের সবচেয়ে শোচনীয় পরাজয়। কিন্তু এ নির্বাচনের পর সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারিয়েটে কোন পরিবর্তন আসেনি। দিগি¦জয় সিংয়ের মন্তব্য এমনই এক সময়ে প্রকাশ পেল, যখন কমিটিতে অতি শীঘ্রই রদবদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং রাহুল গান্ধীকে দলীয় প্রধান করা হতে পারে বলে ইঙ্গিত মিলছে।
×