ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় সামরিক উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, শীঘ্রই চুক্তি

প্রকাশিত: ০৫:৫২, ২১ মে ২০১৬

লিবিয়ায় সামরিক উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, শীঘ্রই চুক্তি

লিবীয় সরকার একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক সংলাপ চালিয়ে যাচ্ছে এবং চুক্তি অনুযায়ী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য লিবিয়ায় মার্কিন সামরিক উপদেষ্টা মোতায়েন করা হবে, বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক শীর্ষস্থানীয় জেনারেল। জয়েন্ট চীফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ এফ ডানফোর্ড বৃহস্পতিবার বলেছেন, ভেতরে ভেতরে বেশ কর্মকা- চলছে। আমরা ঠিক এখনও সেখানে কোন সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে পারছি না। কারণ দেশটির সরকারের সঙ্গে এমন কোন চুক্তি নেই এবং খোলাখুলিভাবে বলতে হয়, এ চুক্তি যে কোনদিন স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডানফোর্ড ব্রাসেলস থেকে যুক্তরাষ্ট্রে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি এ সপ্তাহে সেখানে বেশ কয়েকটি ন্যাটো দেশের সামরিক প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, লিবিয়া মিশনে অংশগ্রহণের জন্য কয়েকটি ন্যাটো দেশের ইচ্ছা রয়েছে। কিন্তু কোন দেশ কিভাবে এ মিশনে জড়িত হবে তা স্পষ্ট নয়। তিনি বলেন, এ অভিযানের উদ্দেশ্য হতে পারে জাতিসংঘ সমর্থিত লিবিয়ায় নতুন গবর্নমেন্ট অব ন্যাশনাল এ্যাকোর্ডয়ের (জিএনএ) নেতা প্রধানমন্ত্রী ফায়েজ সারাজের প্রতি অনুগত মিলিশিয়াদের প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জিত করা। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, লিবিয়ায় মিশনটি হবে দীর্ঘমেয়াদী। তিনি আরও বলেন, সেখানে জড়িত হওয়ার জন্য নতুন সরকারের কাছ থেকে অনুরোধ পেতে চাইবে ন্যাটো। Ñওয়াশিংটন পোস্ট অনলাইন
×