ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শত্রু চিনতে পারে স্কুয়া!

প্রকাশিত: ০৫:৫৩, ২১ মে ২০১৬

শত্রু চিনতে পারে স্কুয়া!

এ্যান্টার্কটিকায় দেখতে পাওয়া যায় বাদামী রঙের স্কুয়া পাখি। মানুষের সঙ্গে এদের দেখা-সাক্ষাত হয় কদাচিৎ। প্রতিকূল আবহাওয়ার জন্য বরফের মহাদেশে মানুষের যাতায়াত খুবই কম। এই পাখি চিনতে পারে সেই সব মানুষকে যারা তাদের বাসার আশপাশে ঘোরাঘুরি কিংবা ডিম নষ্ট করে। কোরিয়ার পোলার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা স্কুয়াদের ওপর চালানো এক গবেষণা প্রতিবেদন সম্প্রতি এ্যানিম্যাল কগনিশনে প্রকাশিত হয়েছে, যা থেকে জানা যায়, স্কুয়া পাখিরা তাদের পূর্বপরিচিত অপছন্দের লোকদের বেছে আক্রমণ চালায়। -জি নিউজ পাওয়ার বোট র‌্যালি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে কিউবার হাভানা বে’তে মঙ্গলবার ছুটল পাওয়ার বোট। ৫৮ বছর আগে সর্বশেষ এ পাওয়ার বোট র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কিউবার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরই ফিরিয়ে আনা হলো সেই পুরনো দিন। ফ্লোরিডা থেকে হাভানা পর্যন্ত অনুষ্ঠিত পাওয়ার বোট র‌্যালি দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার লোক। Ñএসিএন
×