ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গার্ডিওলার বিদায় বিষাদময় করতে চায় ডর্টমুন্ড!

প্রকাশিত: ০৬:০৮, ২১ মে ২০১৬

গার্ডিওলার বিদায় বিষাদময়  করতে চায় ডর্টমুন্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ আজই শেষদিন। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের ডাগআউটে আর দেখা যাবে না পেপ গার্ডিওলাকে। আগেই নিশ্চিত হয়ে গেছে এ মৌসুম শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন বাভারিয়ানদের। আজ জার্মান কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে মুখোমুুখি হচ্ছে বেয়ার্ন। আর এ ম্যাচটিই হবে গার্ডিওলার অধীনে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের দায়িত্বের শেষ। কিন্তু গার্ডিওলার সমাপ্তি বিষাদময় করতে উন্মুখ ডর্টমুন্ড। কারণ জার্মান কাপ জিততে চায় তারাও। বুন্দেসলিগা জিততে না পারার আক্ষেপ ঘুঁচাতে চায় এর মাধ্যমে। গত ৩ বছরের দায়িত্বে বেয়ার্ন মিউনিখকে মোট ৬টি শিরোপা জিতিয়েছেন গার্ডিওলা। দলটিকে ১০২টি বুন্দেসলিগা ম্যাচের মধ্যে ৮২টিতেই জিতিয়েছেন। বেয়ার্ন সংগ্রহ করেছে ৩০৬ পয়েন্টের মধ্যে ২৫৭ পয়েন্ট। এটা তার মতো সফল কোচের কাছ থেকে পাওয়াটাই স্বাভাবিক, আশ্চর্যের কিছু নেই। হ্যাটট্রিক বুন্দেসলিগা জিতিয়েছেন এবং অন্য যে কোন শিরোপাই হাতছাড়া হতে দেননি। বেয়ার্নের ইতিহাসে যত কোচ এসেছেন তাদের চেয়ে পয়েন্ট সংগ্রহের দিক থেকে অনেক এগিয়ে গার্ডিওলা। তার গড় ২.৫২! কিন্তু এতসব সাফল্যের সঙ্গে একটি ক্ষেত্রেই ব্যর্থতা তার। নিখুঁত একটি সমাপ্তি চেয়েছিলেন এবং সব সময় সেই প্রচেষ্টাতেই মগ্ন থাকেন তিনি। কিন্তু এবারও সেটা হলো না। বেয়ার্নকে ইউরোপ সেরা করতে পারলেন না। পারেননি আগের দুই বছরেও। তবে শেষটা ভালভাবে করতে চান বেয়ার্নকে জার্মান কাপ জিতিয়ে। এ বিষয়ে গার্ডিওলা বলেন, ‘আমরা জেতার জন্য সম্ভব সবকিছুই করব। কিন্তু ইতিহাসের সেরা বরুসিয়া দল এখন যাদের বিরুদ্ধে কাজটা অত্যন্ত কঠিন হবে।’ লীগে অবশ্য চিরশত্রু বরুসিয়া ১০ পয়েন্ট পিছিয়ে থেকে শেষ করেছে। কিন্তু এবার যেভাবেই হোক টানা তৃতীয়বারের মতো জার্মান কাপে হার এড়াতে চায় তারা। মিডফিল্ডার ভেন বেন্ডার প্রতিজ্ঞা জানিয়েছেন কোনভাবেই বার্লিনে হ্যাটট্রিক পরাজয় বরণ করতে চায় না ডর্টমুন্ড। কিন্তু সেটা না চাইলে কি হবে, বেয়ার্ন অধিনায়ক ফিলিপ লাম দারুণ আত্মবিশ্বাসী দলের সাফল্যের ব্যাপারে। তিনি গার্ডিওলার অধীনে আরেকটি শিরোপা জিতেই সফলতম এ কোচের বিদায়টাকে মধুর করতে চান। এ বিষয়ে লাম বলেন, ‘গার্ডিওলা শুধু বেয়ার্নের মানোন্নয়নই ঘটাননি, তিনি প্রতিটি খেলোয়াড়কে তারকা ফুটবলার হিসেবে তৈরি করেছেন। কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। শেষ কয়েকটা ম্যাচে আমরা তেমন দুর্দান্ত ছিলাম না। আমরা বার্লিনের জন্য মুখিয়ে আছি এবং আমরা এটা জিতে দেখাতে চাই যে এ মৌসুমটা সত্যিই আমাদের ভাল কেটেছে।’ ডর্টমুন্ডের হয়ে এটাই শেষ ম্যাচ অধিনায়ক ম্যাটস হামেলসের। গত তিন বছরে তিনি তৃতীয় ফুটবলার হিসেবে আগামী মৌসুম থেকে খেলবেন বেয়ার্নের হয়ে। এর আগে ডর্টমুন্ড ছেড়ে বেয়ার্নে গেছেন মারিও গোয়েটজে ও রবার্ট লেভানডোস্কি। তাই শেষ ম্যাচটাকে ডর্টমুন্ডে স্মরণীয় করতে উন্মুখ হামেলস, ‘এটা খুবই অদ্ভুত অনুভূতি। যে কোন ভুল আমি করব সেটা হবে চিরকালীন বিশ্লেষণের একটি বিষয়।’
×