ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসের কাছে গুলি ॥ সর্বোচ্চ সতর্কতা

প্রকাশিত: ০৯:২৬, ২১ মে ২০১৬

হোয়াইট হাউসের কাছে গুলি ॥ সর্বোচ্চ সতর্কতা

জনকণ্ঠ ডেস্ক ॥ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটার কিছু পরে এ ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়েছে। খবর ইউএসএ টুডে অনলাইন। ওই ঘটনার পর পরই হোয়াইট হাউস বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তবে গুলির ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ছিলেন না। তিনি এ সময় গলফ খেলার জন্য মেরিল্যান্ডে এন্ড্রুজ বিমান ঘাঁটিতে ছিলেন। গুলি বর্ষণের ঘটনার পর ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস বন্ধ করে দেয়।
×