ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক লাঞ্ছিত ॥ সেলিম ওসমানের গ্রেফতার দাবিতে ঝিনাইদহে মানবন্ধন

প্রকাশিত: ১৯:৫২, ২১ মে ২০১৬

শিক্ষক লাঞ্ছিত ॥ সেলিম ওসমানের গ্রেফতার দাবিতে ঝিনাইদহে মানবন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও সাংসদ সেলিম ওসমানের গ্রেফতার দাবিতে বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে ঝিনাইদহে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষকরা। আজ শনিবার সকালে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা এ মানবন্ধন ও সমাবেশের আয়োজন করে। ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম-সম্পাদক আলী কদর, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা সম্পাদিকা সালেহা বেগম, সদস্য ফরিদা বেগম, কৃপা সিন্দু বিশ্বাস, আব্দুল গনি, আলী আকবর, আবু বকর সিদ্দীক, আব্দুস সাত্তার, অধ্যক্ষ মাসুদ করিম, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, আতিয়ার রহমান, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলার শাখার সভাপতি কানু গোপাল মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূথ। নেতৃবৃন্দ শিক্ষক লাঞ্ছিতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে সাংসদ সেলিম উসমানসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। তা না হলে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের হুশিয়ারীও দেন শিক্ষক নেতৃবৃন্দ।
×