ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের পাশে ম্যাথুসরা

প্রকাশিত: ১৯:৫৫, ২১ মে ২০১৬

বন্যার্তদের পাশে ম্যাথুসরা

অনলাইন ডেস্ক ॥ টানা বর্ষণে শ্রীলঙ্কায় প্রায় ৪০ জন মারা গেছে। এছাড়া প্রায় তিন লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে। এসব মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে হ্যাডিংলেতে বৃহস্পতিবারের প্রথম টেস্টে দলের সবাই কাল আর্মব্যান্ড পরে খেলতে নামে। তবে এতেই তাদের দায়িত্ব শেষ না এটা মানের অ্যাঞ্জেলো ম্যাথুসের ও তার সতীর্থরা। বন্যায় লন্ডভন্ড হয়ে যাওয়া শ্রীলঙ্কার বেশ কয়েকটি গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে পুরো দল। দুঃখ প্রকাশ করে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ম্যাথুস বলেন, ‘বন্যার্তদের অবস্থা জানতে পেরে আমরা খুবই দুঃখ পেয়েছি। সেখানে হাজার হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। আমরা তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে মাঠে কালো আর্মব্যান্ড পড়েছি।’ তিনি আরও বলেন, ‘খেলার দিকেই আমাদের মন থাকবে কিন্তু পাশাপাশি তাদের জন্যও আমরা প্রার্থনা করবো।’ শ্রীলঙ্কা দলের মুখপাত্র চন্দ্রিশান পেরেরা জানিয়েছেন, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দল ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১০ লাখ রুপি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
×